প্রকাশিত: Thu, Mar 14, 2024 12:40 PM
আপডেট: Mon, Apr 28, 2025 11:40 PM

[১]শেখ হাসিনা সিন্ডিকেটের পক্ষে জনগণকে হাইকোর্ট দেখাচ্ছেন: রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] সরকার গতকাল নিম্নমানের পচা খেজুরের দাম নির্ধারণ করে দিয়ে রোজাদারদের উপহাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

[৩] তিনি বলেন, অথচ বাস্তবতা ভিন্ন।সিন্ডিকেটবাজ সরকার ক্ষমতায় থাকায় মানুষের আশা আকাক্স্ক্ষা গভীর হতাশায় নিমজ্জিত হবে এটাই স্বাভাবিক। 

[৪] বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমপি বা মন্ত্রী হননি, এই কারণে তারা ‘বিগ ব্রাদার’ হয়ে রোজাদার মানুষদের নিয়ে মশকরা করছেন। 

[৫] রিজভী বলেন, রমজান মাসের খেজুর আমদানির জন্য ভর্তুকি দুরে থাক, উল্টো খেজুরকে বিলাসী পণ্য উল্লেখ করে খেজুর আমদানির ওপর শুল্ক আরও বাড়িয়ে দিয়েছে বিনাভোটের 'ডামি সরকার'।  আওয়ামী লুটেরাচক্র ব্যাংক থেকে বিভিন্ন প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী